-
Notifications
You must be signed in to change notification settings - Fork 74
Configure on KDE
আপনি যদি একটি ভিডিওর মাধ্যমে প্রতিটি স্টেপ সঠিকভাবে অনুসরণ করতে চান, তাহলে Arch KDE এর ইন্সটলেশন এর একটি সম্পূর্ণ ভিডিও আমাদের ইতিমধ্যেই করা আছে যা আপনি এখান থেকে দেখে নিতে পারেন।
কনফিগার করার আগে অবশ্যই আপনাকে OpenBangla-Keyboard Install করে নিতে হবে।
-
প্রথমে
ibus preferences
Start মেনু থেকে search করে click করুন। -
প্রোগ্রামটি চালু হলে এরকম একটি warning দিতে পারে। আপাতত এটাকে
OK
চাপ দিয়ে ignore করুন। -
এরপর এরকম একটি Window আসবে সেখানে
Input Method
tab এ গিয়েAdd
বাটন এ ক্লিক করুন। -
এই Window তে dot অংশে ক্লিক করার পর সব ভাষার লিস্ট আসবে, সেখান থেকে Bengali নির্বাচন করুন।
- এবার
OpenBangla Keyboard
নির্বাচন করুন এবংAdd
বাটন চাপুন।
- কাজ প্রায় শেষ। এবার আপনার
Shell
এর কনফিগার ফাইল এ এই তিন লাইন যোগ করে নিতে হবে। অধিকাংশ মানুষ Bash / ZSH ব্যাবহার করে তাদের জন্য যথাক্রমে~/.bashrc
অথবা~/.zshrc
ফাইল এ এই লাইন গুলো যোগ করে নিতে হবে। আমাদের পক্ষে সবshell
এর config দেওয়া সম্ভব নয়। যারা অন্য গুলো ব্যাবহার করেন তারা নিজ দায়িত্বে এই কমান্ড এর সমতুল্য কমান্ড বসিয়ে নিবেন।
# Ibus KDE
export GTK_IM_MODULE=ibus
export QT_IM_MODULE=ibus
export XMODIFIERS=@im=ibus
তবে আপনি যদি মাঞ্জারো ব্যবহারকারী হন, তাহলে manjaro-asian-input-support-ibus
প্যাকেজটি ইন্সটল করলেই Shell
কনফিগার হয়ে যাবে:
git clone https://aur.archlinux.org/manjaro-asian-input-support.git
cd manjaro-asian-input-support
makepkg
pacman -U ibus-input-support-*.pkg.tar.zst
- এবার একবার
logout
করেlogin
করুন। এখন থেকেOpenBangla Keyboard
ব্যবহার করে টাইপ করতে পারবেন।
নোটঃ যদি Libre Office ব্যবহার করতে সমস্যা হয়ে থাকে এই লাইনটি ~/.bashrc
অথবা ~/.zshrc
ফাইল এ যোগ করে নিবেন।
export OOO_FORCE_DESKTOP="gnome" libreoffice